ফেসবুকে ধোকা থেকে বাঁচতে যা করবেন

ফেসবুকে সুন্দর ছবি মানে আসল অ্যাকাউন্ট নয়।ফেসবুকে এখন বড় সমস্যা ভুয়া অ্যাকাউন্ট। ভুয়া অ্যাকাউন্ট বন্ধে ফেসবুক কঠোর অবস্থান নিয়েছে। কিন্তু বিভিন্ন কৌশলে ফেসবুকের শনাক্তকরণ প্রক্রিয়াকে বোকা বানিয়ে ভুয়া অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। অন্যের নাম-পরিচয় নকল করে তৈরি এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে নানা রকম প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ ধরনের ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। ফেসবুকে ধোঁকা থেকে বাঁচতে জেনে নিন কয়েকটি পরামর্শ:

চটকদার ছবি: তরুণ-তরুণী ও যুবকদের আকর্ষণ বাড়ানোর জন্য অনেক অ্যাকাউন্টে চটকদার ছবি ব্যবহার করা হয়। এ ছাড়া ফেসবুকে এখন অদ্ভুত নামের অ্যাকাউন্ট দেখা যায়। কাউকে ফেসবুকে বন্ধু তালিকায় যুক্ত করার আগে তাঁর ফেসবুক নাম ও ছবি দেখে আসল অ্যাকাউন্ট কি না নিশ্চিত হয়ে নিন। বিশেষজ্ঞরা বলেন, ফেসবুকে প্রতারণা ঠেকাতে যাঁর সঙ্গে যোগাযোগ করছেন, তাঁর অ্যাকাউন্টটি ভুয়া কি না পরীক্ষা করা জরুরি। ভুয়া অ্যাকাউন্টে আসল নাম-পরিচয় পাবেন না। তাঁর পোস্টগুলো খেয়াল করলেই প্রোফাইলের ব্যক্তিটি সম্পর্কে ধারণা পাবেন।

বিদেশি প্রলোভনে ভুলবেন না: অপরিচিত অনেক বিদেশি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বন্ধু হওয়ার অনুরোধ পেতে পারেন। সাধারণ আলাপচারিতার পর আপনার সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করা হতে পারে। আপনাকে অর্থসহ নানা প্রলোভন দেখানো হতে পারে। এ ধরনের অ্যাকাউন্ট থেকে প্রতারণার শিকার হতে পারেন।

ফেসবুকে সম্পর্ক: ফেসবুক এখন যোগাযোগের বড় মাধ্যম হয়ে উঠেছে। ফেসবুকের প্রোফাইলে রাখা ছবি দেখে ভালো লাগা তৈরি হতে পারে। কিন্তু ফেসবুকের মাধ্যমে অপরিচিত কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সতর্ক থাকা উচিত। কারণ, ফেসবুক হতে পারে প্রতারণার ফাঁদ।

অর্থ স্থানান্তর নয়: কখনো কখনো ফেসবুকে আলাপচারিতার সময় পরিচিতজনের ছদ্মবেশে দুর্বৃত্তরা অর্থ চাইতে পারে। ফেসবুকে যোগাযোগের সময় কেউ অর্থ চাইলে নিশ্চিত হয়ে তবে অর্থ লেনদেন করবেন।

ফেসবুকে আসা লিংকে ক্লিক করা থেকে সাবধান: ফেসবুকে এখন অনেক প্রতারণামূলক লিংক ছড়ায়। লোভনীয় প্রস্তাব, একটি বার্তা আরও কয়েকজনকে ছড়ানোসহ নানা লিংক পরিচিতজনের কাছ থেকে আসতে পারে। এসব লিংকে ক্লিক না করে তা মুছে দিন।

ফেসবুকে কেনাকাটা: ফেসবুক থেকে কেনাকাটা করলে কোনো পণ্য গ্রহণ করতে নিরাপদ জায়গা বেছে নেবেন। সঙ্গে কোনো বন্ধু রাখবেন। পণ্য বুঝে না পেয়ে অর্থ পরিশোধ করলে পরে ঠকতে হতে পারে। এ ক্ষেত্রে অবশ্যই যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে অর্থ পরিশোধ করুন।

ফেসবুকে নজরদারি: ফেসবুকে আপনার অবস্থান, পরিবারের তথ্যসহ স্পর্শকাতর তথ্য দেওয়া থেকে সতর্ক থাকুন। আপনার ওপর নজরদারি করা হতে পারে।

Banglalink Unlimited Free Net(New Setting)

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?  আশাকরি ভালোই আছেন।


 tripleclicks.com
★★★★☆TCredits - 1— $1.99
TCredits allow you to take FULL advantage of your TripleClicks member benefits. Use your TCredits for member listings, to bid on Pricebenders Auctions, play Eager Zebra games, and more. CLICK HERE FOR ALL THE GREAT WAYS TO USE YOUR TCREDITS NOTE: You can use your TCredits as you wish and at any time, but they do expire one year...





TCredits allow you to take FULL advantage of your TripleClicks member benefits. Use your TCredits for member listings, to bid on Pricebenders Auctions, play Eager Zebra games, and more. CLICK HERE FOR ALL THE GREAT WAYS TO USE YOUR TCREDITS NOTE: You can use your TCredits as you wish and at any time, but they do expire one year from purchase. You can choose from among seven different "TCredit Paks": * A single credit is just $1.99. * Buy a 10-Pak of TCredits (as low as 56 cents each). * Buy a 20-Pak of TCredits (as low as 46 cents each). * Buy a 50-Pak of TCredits (as low as 39 cents each). * Buy a 100-Pak of TCredits (as low as 29 cents each, Standing Order ONLY). * Buy a 125-Pak of TCredits (as low as 29 cents each, Standing Order ONLY). * Buy a 200-Pak of TCredits (as low as 29 cents each). To learn more about the TripleClicks Member Benefits, click HERE.
4.40 42281
1.99 USD InStock
আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বাংলালিংক ফ্রি নেট ট্রিক উইথ নিউ সেটিং।
আগের সেটিং দিয়ে ডাউনলোড স্পিড খুব একাটা বেশি হয় না তাই এইবার নিউ সেটিং নিয়ে এলাম। এবার আপনি সর্বোচ্চ ২ এমবিপিএস (2 MBps) পর্যন্ত ডাউনলোড স্পিড পাবেন।
★এর জন্য আপনাকে প্রথমে Uc Handler app  টি ডাউনলোড করতে হবে। 
App টি অনেকের ফোনেই আছে, তাও যাদের কাছে নাই তাদের জন্য   ডাউনলোড লিঙ্ক  দিচ্ছি নামিয়ে নিন, Download Uc Handler
★অনেকেই বলতে পারেন Psiphon handler  দিয়েও তো এইটা চলে,  হ্যা চলে কিন্তু Psiphon দিয়ে বেশি স্পিড পাওয়া যায় না তাই Uc Handler টাই  বেস্ট।
★ App টি ইন্সটল করার পর কোনো সেটিং চেঞ্জ করার দরাকার নাই,  শুধু একটা সেটিং ঠিক করবেন, Proxy server এর জায়গায় নিচের লিংক টা কপি করে পেস্ট করুন
Proxy server:
filter.ncnd.banglalink.com.bd/nc
হুম কাজ শেষ। এবার আনলিমিটেড ফ্রি ব্রাউজিং এবং ডাউনলোড করুন।
Setting & download speed এর কিছু Screenshot দিলাম।
কোনো সমস্যা হলে ফেইজবুকে আমি Jahid
অথবা আমাদের পেইজ Realteachbd এ যান।
বিঃদ্রঃ যাদের  Lollipop version তারা সর্বোচ্চ স্পিড পাবেন, অন্য ভার্সনে নাও পেতে পারেন।
ধন্যবাদ  :)

ইউটিউব থেকে ১০০০$ কামানো যায় গল্প না আসলেই সত্যি। আপনিও কি পারবেন চলুন জানি।

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই। আশা করি পরম করুনাময় মহান আল্লাহ্‌ এর রহমতে ভালো আছেন। আমি Kumad আজকের টিউন নিয়ে হাজির হইলাম।

ক্ষমা চেয়ে নিচ্ছি আমার টিউন কোন টিপস বা ট্রিক্স এর জন্য না নতুনদের জন্য

আজকের বিষয় ইউটিউব এ মানুষ কি সত্যি হাজার ডলার কামাচ্ছে ? হ্যা ১০০% সত্যি যে মানুষ ১০০০$ এর বেসিও কামাচ্ছে। কিন্তু এটাও সত্যি সেটা ১ দিনের ফসল না, আপনারা যারা চাকরি করেন তাদের আজকের দিনে যা বেতন সেটা কি একদম সুরুতে ছিল ?  অবশ্যই না  আপনার কিছু টাকা বেতন বৃদ্ধি এর জন্য একটু চিন্তা করুন ত কতটা সময় আপনাকে দিতে হয়ছে। অথবা চিন্তা করুন আপনি যেই বেতন পান এর জন্য কোন সময় থেকে কোন পর্যন্ত আপনাকে পরিশ্রম করতে হয়।

হ্যা একজন ইউটিউবার কেউ অনেক কষ্ট করতে হয় এমনি এমনি দুনিয়াতে কিছুই সম্ভব না। আপনি বিনা পরিশ্রমে টাকা ইনকাম করবেন যদি চিন্তা করেন আপনি গাধার সর্গে বসবাস করছেন। ভাই শোনেন নি মমতাময়ী মা সেও নাকি বাচ্চা না কান্না করলে দুধ দেয় না, তাহলে কি করে চিন্তা করেন বিনা পরিশ্রমে টাকা ইনকাম করবেন ?
কারা ইনকাম করছে  হাজার ডলার নাম এর লিস্ট দিলে সুধু অনেক বিশাল লিস্ট হয়ে যাবে, এবং ২য় বিষয় আমরা জাতে বাঙালি তাই অন্নের ভালো তে আমাদের এলার্জি হয়। তাই তাদের তথ্য দেয়া সম্ভব না কিন্তু আসে পাঁশে একটু চোখ মেলে তাকালেই দেখতে পারবেন। সহজ ভাবে বুঝাই যদি মানুষ ইনকাম না করতো  সরকার এমনি কটি টাকা খরচ করে আপনাকে এই কাজের ট্রেইনিং দিত না। এ ছারাও দেখবেন গার্মেন্টস শিল্পের সমান বা বেসি বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলাদেশ এবং এর বড় একটা অংশ আসে ইউটিউব থেকে।

এখন আসি সবচাইতে গুরুত্তপুর্ন বিষয় এ কারা পারবে বা আপনি কি পারবেন ?

আমি যদি আমার নিজের মতামত বেক্ত করি তাহলে যাদের একটু হলেও বুদ্ধি আক্কেল আছে এরা সবাই করতে পারবে এই কাজ। এই কাজ সুরু করতে হলে আপনার কি কি দক্ষতা লাগবে ? আসলে যদি আপনার কোন রকম দক্ষতাই না থাকে এর পরও আপনি পারবেন এর জন্য কারো না কারো সাহায্য নিতে হবে। কারন ইউটিউব কোন ছেলে খেলা না মন চাইলো খেল্লাম মন চাইলো না বাদ দিলাম। অনেক নিয়ম আছে অনেক কিছু কিন্তু কিছুই আপনাকে মুখস্থ করতে হবে না আপনি সুধু কারো দেখান পদ্ধতিতে কাজ করে জান।

অনেকেই আমাকে বলে ভাইয়া আমার বয়স ত অনেক আমি কি এই কাজ করতে পারবো ? আমার উত্তর বয়স এইখানে বেপার না বেপার হোল আপনার মনবল এবং স্বদিচ্ছা।

এবার আপনাদের ১০০০ ডলার যে সম্ভব সেটার একটা হিসাব দেখাই

আমি মুলত যেই ভাবে কাজ দেখাই, একজনের ৫ টা চ্যানেল থাকতে হবে ৫ টা টপিক এর উপরে এবং প্রতিটা চ্যানেলে ৫০ টা করে ভিডিও থাকতে হবে এইটা যদি হয় এখন হিসাব করি।

যদি প্রতিটা ভিডিও তে প্রতিদিন ১০০০ করে ভিউ আসে তাহলে

৩০০*১০০=৩০,০০০*৩০=৯,০০,০০০ ভিউ

যদি সিপিসি রেট ০.`০১$ করে ধরি তাহলে  ১ লাখ এ ১০০ হলে ৯ লাখ ভিউ তে ৯০০ ডলার

আমি এইটা এমনি একটা হিসাব দেখালাম একটা চ্যানেল পপুলার হলে ১০০ না কয়েক হাজার ভিউ চলে আসে ভিডিও তে আমি সেই হিসাবে গেলাম না আপনাদের মাথা নষ্ট হয়ে যেতে পারে।

মুল কথা আপনি যদি ইউটিউব কে একটা চাকরি অথবা নিজের বেবসা ভাবেন এবং সেই অনুজাই কাজ করেন মাসে ১০০০৳ কোন বেপার না। তবে আজকে নামলেন আর কালকে থেকে হাজার ডলার এর স্বপ্ন দেখা সুরু করলেন তাহলে আপনার জন্য ইউটিউব না।

দিনের পর দিন ইউটিউব এর পরিবর্তন হচ্ছেই আর এর কারন হোল না বুঝে কাজ করা এবং অল্প সময় এ অধিক ইঙ্কামের আশায় আজে বাজে বিষয় নিয়ে কাজ করা।

তাই যেই সব ভাইয়া এবং আপুরা, আন্টি এবং আংকেল রা ইউটিউব এ তার পা রাখতে চান প্রথমে জেনে নিন এবং শিখুন এর পর ঝাপিয়ে পরুন কাজে। দেখবেন ঘরে বসে আপনি যা কামাচ্ছেন অন্য একজন সরকারী বড় কর্মকর্তা এর বেতন এর ধারের কাছেও নাই।

তাই যারা দ্বিধা দণ্ডে আছেন আমাকে দিয়ে কি হবে আল্লাহ্‌ এর নাম নিয়ে নেমেই পরুন না দেখেন নতুন একটা সম্ভবনা আপনার জন্য অপেক্ষা করছে।
আজকের মত আমার টিউন এই পর্জন্ত কারো কোন প্রশ্ন থাকলে অবশ্যই করবেন এইখানে বা আমার ফেসবুক এ সবার মঙ্গল কামনায় আল্লাহ্‌ হাফিজ, আল্লাহ্‌ সবার মনের আশা পূর্ণ করে দিক আল্লাহ্‌ সবার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাক এর মাদ্ধমে আমীন সুম্মা আমীন।

লিঙ্ক শেয়ার করে টাকা ইনকাম করুন।

হ্যালো বন্ধুরা । আশা করি সবাই ভালো আছেন । আজকে আমি হাজির হয়েছি আাউটসোর্সিং এর একটি লিক্ঙ নিয়ে । এবার শুরু করা  যাক
প্রথমেই এই লিঙ্কে যান https://shorte.st/statistics?user-type=new
তারপর Join Now click করুন .
কিল্ক করার পর এরকম একটা পেজ আসবে

এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করুন তারপর আপনার ইউটুব চেনেল or you web site and any link এর লিঙ্কে টা
Shorten URL and get paid  click >>>>>>>>> SHORTEN  এ 
click করুন ।
তারপর একটা link শো করবে সেটা আপনার ফেসবুকে অথবা অাপনার ওয়েবসাইটে শেয়ার করুন ।ঐ link এ কিল্ক করার পর 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তারপর SKIP AD এ click করতে হবে । ঐ link এ যত বেশি click করা হবে তত টাকা ইনকাম হবে।
ধণ্যবাদ সবাইকে । ভালো লাগলে শেয়ার করবেন ।
অমার
ইউটুব চেনেল :http://clkmein.com/qO315W

Banglalink Unlimited Free Net(New Setting)

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?  আশাকরি ভালোই আছেন।
আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বাংলালিংক ফ্রি নেট ট্রিক উইথ নিউ সেটিং।
আগের সেটিং দিয়ে ডাউনলোড স্পিড খুব একাটা বেশি হয় না তাই এইবার নিউ সেটিং নিয়ে এলাম। এবার আপনি সর্বোচ্চ ২ এমবিপিএস (2 MBps) পর্যন্ত ডাউনলোড স্পিড পাবেন।
★এর জন্য আপনাকে প্রথমে Uc Handler app  টি ডাউনলোড করতে হবে। 
App টি অনেকের ফোনেই আছে, তাও যাদের কাছে নাই তাদের জন্য   ডাউনলোড লিঙ্ক  দিচ্ছি নামিয়ে নিন, Download Uc Handler

★অনেকেই বলতে পারেন Psiphon handler  দিয়েও তো এইটা চলে,  হ্যা চলে কিন্তু Psiphon দিয়ে বেশি স্পিড পাওয়া যায় না তাই Uc Handler টাই  বেস্ট।

★ App টি ইন্সটল করার পর কোনো সেটিং চেঞ্জ করার দরাকার নাই,  শুধু একটা সেটিং ঠিক করবেন, Proxy server এর জায়গায় নিচের লিংক টা কপি করে পেস্ট করুন
Proxy server:
filter.ncnd.banglalink.com.bd/nc

হুম কাজ শেষ। এবার আনলিমিটেড ফ্রি ব্রাউজিং এবং ডাউনলোড করুন।

Setting & download speed এর কিছু Screenshot দিলাম।

কোনো সমস্যা হলে ফেইজবুকে আমি Jahid
অথবা আমাদের পেইজ Realteachbd এ যান।

বিঃদ্রঃ যাদের  Lollipop version তারা সর্বোচ্চ স্পিড পাবেন, অন্য ভার্সনে নাও পেতে পারেন।
ধন্যবাদ  :)

এখন থেকে আপনার Computer এর মাউসের কাজ সমপন্ন করুন Android দিয়ে।

আপনি বিছানায় শুয়ে শুয়ে আরাম করে একটি
মুভি দেখছেন হটাথ করে দেখলেন ফেসবুকে
কেউ আপনাকে ম্যাসেজ দিয়েছে বা কোন
জরুরী মেইল এসেছে, তখন কি করবেন? আপনার
এতো শাধের আরাম হারাম করে বিছানা
থেকে উঠে যেয়ে মেইল চেক করে তারপর
আবার আরাম করবেন? স্বাভাবিক ভাবে কিন্তু
আমরা সেটাই করে থাকি। তবে কেমন হতো
যদি বিছানায় বসে দূর থেকে ল্যাপটপ বা
ডেক্সটপ পরিচালনা করায় যেত।

কথা শুনতে একটু কেমন কেমন লাগলেও বাস্তবে
কিন্তু সম্ভব। এখন প্রশ্ন আসবে কিভাবে?
তবে চলুন দেখি বিস্তারিত-
কাজটি করতে আপনার দরকার হবে একটি
স্মার্টফোন এবং রিমোট মাউস নামের একটি
অসাধারণ অ্যাপ।

স্টেপ ১

  • প্রথমে এই লিংক থেকে দরকারি অ্যাপ টি
    ডাউনলোড করে নিন, অ্যান্ড্রয়েড click now
  • স্টেপ ২

  • এবার আপনার পিসির জন্য রিমোট মাউস
    সার্ভার অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করে
    নিন এখান থেকে উইন্ডোজ ।
  • স্টেপ ৩

  • এবার আপনার ডিভাইস এবং পিসিকে একই
    সার্ভারের সাথে কানেক্ট করুন!
  • স্টেপ ৪

  • খুব সহজে পিসিতে আইপি অ্যাড্রেস বা কিউ
    আর কোড খুঁজে পাবেন।

স্টেপ ৫

  • এবার আপনার ফোনে থাকা রিমোট অ্যাপ টি
    ওপেন করুন এবং আইপি অ্যাড্রেস বা কিউআর
    কোডের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করুন।

স্টেপ ৬

সব গুলো কাজ ঠিক মতো করার পরে দেখবেন
পিসির মাউস নেভিগেশন আপনার
স্মার্টফোনে চলে এসেছে।
### রিমোট মাউস অ্যাপটি অনেকটাই
ম্যাকবুকের টাচপ্যাডের মতো কাজ করে।
একটি আঙ্গুল দিয়ে টাচ করলে লেফট ক্লিক
আর ২টি আঙ্গুল দিয়ে একসাথে টাচ করলে
রাইট ক্লিকের কাজ করবে। চাইলে ইচ্ছা মতো
সেটিং করে মাউসের গতি কম বেশী করে
নিতে পারবেন। আবার ইচ্ছা করলে পিসি
সার্টডাউন’ও করতে পারবেন। এককথায়
অরিজিনাল মাউসের বিকল্প।
আমি অন্যতম অলস প্রকিতির মানুষ তাই আমার
কাছে অ্যাপটি অসাধারণ মনে হয়েছে। যারা
আমার মতো চরম অলসতায় ভুগছেন তাদের
হয়তো কাজে লাগবে এটি।
ধন্যবাদ সবাই ভাল থাকবেন। 🙂

আপনার চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ১ মিনিটেই খুজে বের করুন। (১০০% সত্যি)

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। সবাইকে realteachbd.blogspot.com পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি।

(আগেই বলে নেই যে, এই রকম পোষ্ট আগে একজন টিউনার করেছিল বাট তার পোষ্ট টি ছিলো Website দ্বারাতে এবং এক্টু বড়, আর আমার পোষ্ট একটি সফটওয়্যারের দ্বারাতে এবং মাত্র ৬০ সেকেন্ডে )

আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল খুব সহজেই খুজে বের করবেন।

তো এর জন্য শর্ত হল আপনার হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইলে একটি gmail লগিন করা থাকতে হবে।কারন আমরা mail দিয়েই মোবাইল খুজে বের করবো।

তারপর আরেকটি সফটওয়্যার লাগবে,সফটওয়্যার টি Play Store থেকে ডাউনলোড করে নিবেন।

প্রথমে আপনি Play Store-এ যাবেন এবং সার্চ করবেন Device Manager লিখে।

তারপর আপনি অনেক গুলো সফটওয়ার দেখতে পাবেন, সেখান থেকে আপনি Android Device Manager সফটওয়্যার টি ইন্স্টল করে নিবেন।
আর যদি কেউ Play Store থেকে ডাউনলোড করতে না পারেন তাহলে এই লিংক থেকে ডাউনলোড করে নিন।
Device Manger
ডাউনলোড করার পর সফটওয়ার টি অপেন করবেন।

অপেন করলে আপনি ইমেইল লগিন করার একটি পেজ দেখতে পাবেন , এখানে আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইলের ইমেইল দিয়ে Sign In করবেন।

Sign In করলে সাথে সাথে আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইলের লোকেশন দেখতে পাবেন।
পিকচার টিতে লক্ষ করুন !!! দেখুন মোবাইল লোকেশন বের হয়ে আসছে অর্থ্যাৎ Raipura -তে আছে, এমনকি আমার হাতে মোবাইল টি আছে তা ও দেখাচ্ছে।
এখান থেকে আপনি আপনার মোবাইলে Ring দিতে পারবেন Ring লেখাতে ক্লিক করে। তার পর আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি লক করতে পারবেন এবং সমস্ত ফাইল ডিলেট করে দিতে পারবেন Setup Lock And Erase- এ ক্লিক করে।


আাশা করি পোষ্টটি বুঝতে পারছেন !! তার পর ও যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও টি দেখে নিন।
আপনার হারিয়ে যাওয়া মোবাইল খুজে নিন ১ মিনিটে।

আর যেকোনো সমস্যা হলে আমাকে জানাবেন।

ফেসবুকে ধোকা থেকে বাঁচতে যা করবেন

ফেসবুকে সুন্দর ছবি মানে আসল অ্যাকাউন্ট নয়।ফেসবুকে এখন বড় সমস্যা ভুয়া অ্যাকাউন্ট । ভুয়া অ্যাকাউন্ট বন্ধে ফেসবুক কঠোর অবস্থান নিয়েছে। কিন্তু ...